রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০

মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়
স্টাফ রিপোর্টার ॥

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজারস্থ মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেশের গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ক্ষণজন্মা এই মহাপুরুষের জন্ম না হলে আমাদেরকে হয়তো পরাধীন জাতি হিসেবেই বিশ্ব মাঝে বেঁচে থাকতে হতো। আজকের এইদিনে গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছি, স্মরণ করছি জাতীয় চার নেতাসহ দেশের স্বাধীনতা অর্জনে যাঁরা জীবন দিয়েছেন সেসকল শহীদ বীর মুক্তিযোদ্ধাকে। তিনি শিক্ষার্থীদেরকে স্বাধীনতার ইতিহাস জানাসহ বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নাহারের সঞ্চালনায় শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, ওয়াহিদুর রহমান লাবু, দুলাল রায়, বিশ্বজিৎ চন্দ, মোহাম্মদ হোসাইন, মামুন মজুমদার, মঈন উদ্দিন, অমল কৃষ্ণ নন্দী, মোঃ রেজাউল ইসলাম, সিক্তা সাহা, তাপসী চক্রবর্তী, গীতা রায়, আছমা আক্তার প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল বেলা জেলা প্রশাসন আয়োজিত চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়