রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০

প্রজ্জ্বলন
শামীম হাসান ॥

৫১তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করলো ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’।

২৬ মার্চ শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে সংগঠনটির খুদে শিক্ষার্থীরা।

এর আগে ওইদিন সকালে প্রজ্জ্বলনের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল ও শিক্ষক প্রতিনিধিসহ অন্যরা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং খেলাধুলার কয়েকটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা সংগঠন প্রজ্জ্বলনের পথশিশুরা। প্রজ্জ্বলনের শিশুরা কুচকাওয়াজ শেষে ডিসপ্লেতে অংশগ্রহণ করে উন্মুক্ত বিভাগে প্রথম স্থান অর্জন করে এবং প্রজ্জ্বলনের শিক্ষার্থী রাইসা আক্তার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

উপজেলা প্রশাসনের আয়োজন শেষে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার উদ্যোগে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্বাধীনতা দিবসের দেয়ালিকা প্রদর্শনী ও প্রতিযোগিতায় প্রজ্জ্বলনের দেয়ালিকা ৩য় স্থান অর্জন করে।

বিকেলে ফরিদগঞ্জ ব্রীজ সংলগ্ন অমি স্মৃতি পার্কে প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধিরা ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ের আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়