প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনতার প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে শহরের বিপণীবাগ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাঃ জয়নাল আবদীন।
জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদসানীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুন-উর-রশিদ বেলাল, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচএম নিজাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যে প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, আজও সেই প্রত্যাশা পূরণ হয়নি। স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলেই সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আজও এদেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হয়। এটা স্বাধীন দেশের মানুষের জন্য কাম্য নয়। তারা বলেন, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি সেলিম হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।