রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ও বিন¤্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ শনিবার সকালে অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পর দুপুরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, মোহাম্মদ শামসুজ্জামান ও উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাজমা আক্তার, প্রভাষক আনিছুর রহমান, হুমায়ুন কবির, উজ্জ্বল হোসেন প্রমুখ। বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আ.ন.ম. মফিজুর রহমান। এরপরেই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় এ সময় জেলা পরিষদের সদস্য হাজী জসিম উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক স্বপন কুমার পাল, মোঃ আবুল হাসেম, মোহাম্মদ এনায়েত করিমসহ অন্য সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়