রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০

সুহিলপুর উচ্চ বিদ্যালয়
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এদিন সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন টিটুর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক-কর্মচারীরা।

বিদ্যালয় হলরুমে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রোটাঃ আহসান হাবীব অরুন।

সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ ওমর ফারুক, মোঃ শাহ আলম পাটওয়ারী, মোবারক হোসেন, আবু সায়েদ, খোরশেদ আলম, সালেহা বেগম, শিক্ষকদের পক্ষে উত্তম কুমার দেবনাথ, রহিমা বেগম, শিক্ষার্থীদের পক্ষে মাহিয়া মাহী, আল মামুন প্রমুখ।

বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জান্নাতুল ফেরদাউস। এ সময় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়