রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০

বাগাদী ইউনিয়ন পরিষদ
সোহাঈদ খান জিয়া ॥

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে রচনা লিখন, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পশ্চিম সকদী মাদানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মকবুল আহমেদ ও বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম।

উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ সহিদ পাটোয়ারী, ইউপি সদস্য মোঃ জাকির খান, মোশাররফ হোসেন, মনির হোসেন গাজী, মোঃ দুদু গাজী, ফজলুর রহমান, ইলিয়াস খান, নূর নবী, ইউপি সদস্যা শাহনারা বেগমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিভিন্ন পেশার মানুষজনসহ শিক্ষার্থীগণ। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ১১টি বিদ্যালয় ও ১টি মাদ্রাসা অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়