প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০
২৬ মার্চ শনিবার যথাযোগ্য মর্যাদায় বর্ণিল আয়োজনে ফরিদগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসের শুরুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও ইউএনও শিউলী হরি উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি, ফরিদগঞ্জ প্রেসক্লাব, নবীন কচি-কাঁচার মেলা ও বিভিন্ন সংগঠন ছাড়াও কাতারস্থ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য সমাজসেবক সিআইপি জালাল আহামেদের পক্ষ থেকে তার ভাই শাহাবুদ্দীনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
একইদিন ফরিদগঞ্জ এআর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো শেষে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহীদ উল্লা তপাদার ও থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন। মাঠে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী কুচকাওয়াজ উপভোগ করে। আমন্ত্রিত অতিথি ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে নানা কর্মসূচি পালন করা হয়েছে।