রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০

হাইমচর
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদা ও জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে।

২৬ মার্চ শনিবার সকালে আলগী দুর্গাপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা প্রেসক্লাব, হাইমচরসহ রাজনৈতিক, সমাজিক ও পেশাজীবী সংগঠন। পরে সকাল ৯টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাক্সিক্ষত স্বাধীনতা অর্জন করে। বিশে^র মানচিত্রে জন্মলাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র। বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রূপ লাভ করছে। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আদর্শকে বুকে লালন করে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বারেক বকাউল ও ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন প্রধানীয়া, উপজেলা প্রেসক্লাব হাইমচরের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়