রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ০০:০০

নারায়ণপুর ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। জাতীয় কর্মসুচির সাথে মিল রেখে অনুষ্ঠানের মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ।

২৬ মার্চ সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদ ও মোঃ কাউছার মিয়ার যৌথ পরিচালনায় মহান স্বাধীনতার উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের আজীবন সদস্য মোঃ আব্দুল মবিন প্রধান, গভর্নিংবডির সদস্য মোঃ রাসেল প্রধান, মোঃ গোলাম রাব্বানী, উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন ও ইংরেজি বিভাগের প্রভাষক বিজন কুমার সরকার। বক্তাগণ শিক্ষার্থীদের সামনে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার পাশাপাশি শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ স্বীকারকে বিশেষভাবে স্মরণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা। এর মধ্যে ছিলো কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত যেমন খুশি তেমন সাজো, দলীয় নৃত্য এবং দলীয় অভিনয়।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সেতু বণিকের নেতৃত্বে মুক্তিযুদ্ধভিত্তিক দলীয় নৃত্য পরিবেশন করা হয় এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদ্রিতা রুকশাদ-এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক দলীয় অভিনয় করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাকিয়া সুলতানা ও গীতা পাঠ করেন রূপা রাণী হালদার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়