প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ০০:০০
প্রায় দেড়শ’ পথশিশুকে দুপুরে উন্নতমানের খাবার এবং বিকেলে এসব শিশুর পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদ্যাপন করলো তারুণ্যের অগ্রদূত নামে সামাজিক সংগঠন। ব্যতিক্রমী এ আয়োজনটি ছিলো উপভোগ করার মতো। ২৬ মার্চ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চাঁদপুর সরকারি কলেজে। জানা গেছে, তারুণ্যের অগ্রদূত চাঁদপুরের প্রসিদ্ধ সামাজিক সংগঠন। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠালাভের পর থেকেই চাঁদপুরে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। যার মূল উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা প্রদান থেকে শুরু করে বিভিন্ন সুবিধা প্রদানের মাধ্যমে তাদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারুণ্যের অগ্রদূত সংগঠনের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সার্বিক তত্ত্বাবধানে কলেজ প্রাঙ্গণে অগ্রদূত বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
এই শিশুদের পুরাণবাজার, জেলেপল্লী, লঞ্চঘাট, কবরস্থান রোড ইত্যাদি স্থান থেকে সরকারি কলেজের বাসে করে কলেজে নিয়ে আসা হয়। অনুষ্ঠান শেষে একই বাসে করে তাদের নিজ নিজ এলাকায় দিয়ে আসা হয়। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ শিশুদের সাথে কুশল বিনিময় করে তাদের শ্রেণীকক্ষে নিয়ে আসেন এবং তাদের নিয়ে একসাথে অধ্যক্ষ ও পৌর মেয়রসহ সকলেই দুপুরের আহার গ্রহণ করেন। এ সময় অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক কামরুল হাছান, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা কিউ.এম হাসান শাহরিয়ার, আতিকুর রহমান, মহসীন শরীফসহ শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা অনুকূল পোদ্দার এবং সামাজিক সংগঠন চাঁদমুখের সিনিয়র নেতৃবৃন্দ।
দুপুরের মধ্যাহ্নভোজের পর শিশুরা যেনো উল্লাসে মেতে উঠে। কলেজ আঙিনা তাদের উল্লাস ও উদ্দীপনায় উদ্দীপ্ত ছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যায় চলে ‘তারুণ্য আমার স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তারুণ্যের অগ্রদূতের সাবেক সহ-সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ, সাবেক সভাপতি নূরুল কাদের, বর্তমান সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক প্রীতি মজুমদার, যুগ্ম সম্পাদক রিয়াদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম আল ইসলাম, দপ্তর সম্পাদক তাহমিনা বুনন, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক রানা দাসসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীবৃন্দ। শিশুদের সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আর এই পুরো অনুষ্ঠান বাস্তবায়িত হয় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষকদের নিজস্ব অর্থায়নে।