রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শবেবরাত উদ্‌যাপন
স্টাফ রিপোর্টার ॥

পবিত্র শবেবরাত মহিমান্বিত এ রজনী ভাবগাম্ভীর্যে পালনের লক্ষ্যে চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা)’র উদ্যোগে আল-হেলাল জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদণ্ডকিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। সভাপতিত্ব করেন ইফা ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতাওয়াল্লী মোঃ রেহান উদ্দিন মাস্টার, উপদেষ্টা হাজী মোঃ মোবারক হোসেন, সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ মানিক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া ঐ দিন বাদ জোহর চাঁদপুর শহরের আঃ করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদে এ উপলক্ষে মিলাদণ্ডমাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া-মোনাজাত করেন মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আব্দুস ছালাম। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদ : পবিত্র শবেবরাত উপলক্ষে চাঁদপুুর শহরের ডিসি অফিস সংলগ্ন চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাদ মাগরিব সালাতুল আউয়াবিন, এরপর জিকির-আজকার, কোরআন তেলাওয়াত, হামদণ্ডনা’ত, আলোচনা, মিলাদ মাহফিল, নফল ও তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজের পর আখেরী মোনাজাত হয়। পবিত্র শবেবরাতের তাৎপর্য নিয়ে আলোচনা এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়