প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার আলীগঞ্জস্থ মৃত্যুঞ্জয়ী চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করে উপজেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রেখে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথির পক্ষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারসহ উপজেলায় কর্মরত অন্য সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপ্রধানে জাতির পিতার জন্মদিনের কেক কাটা শেষে আলোচনা সভার শুরুতেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার আলী।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু প্রমুখ।
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশের সভাপ্রধানে বিদ্যালয়ের হলরুমে কেক কাটা, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জাকির হোসেন সোহেল, মোঃ তাজুল ইসলাম বেপারী, মোহাম্মদ ওমর ফারুক, মোঃ আলী হোসেন মিয়া, মোঃ মনিরুজ্জামান ও জাহানারা বেগম, সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান পাটওয়ারী, সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন, মোঃ রেদোয়ান হোসেন ও শাহিন সুলতানা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আশিক আহমেদ, জান্নাতুল ফেরদাউস, সানজিদা আক্তার প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আনম মাহবুবে এলাহী। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্য সকল শিক্ষক ও সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে
হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তী।
শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ হলরুমে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন লিটন, মোস্তাফিজুর রহমান ও প্রভাষক তাজুল ইসলাম।
প্রভাষক কাজী নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হৃদয় হোসেন, অনু কর্মকার, হামিদা আক্তার প্রমুখ। বক্তব্য শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক নূর মোহাম্মদ।
এ সময় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।