প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৪ মার্চ সোমবার উপজেলার সুজাতপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্ল্যাহর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করা হয়। অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদ- করা হয়।
এ সময় সঙ্গীয় পুলিশ ফোর্স নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্ল্যাহ জানান, সরকারি নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কেউ মালামাল স্টক করে সঙ্কট সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।