প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ০০:০০
কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস-২০২২ পালিত হয়েছে। ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ শ্লোগানে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি কচুয়া পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কচুয়া অফিসের জিএম মোঃ সোলাইমান মিয়াজী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চাঁদপুর শাখার ভিপি মতিউর রহমান, কচুয়া শাখার জিএম মোঃ শাহজাহান, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কচুয়া শাখার জিএম মোঃ ইয়াছিন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রহিমানগর শাখার এজিএম ইমাম হোসেন, জনবীমা কচুয়া শাখার কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিজিএম মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও কচুয়ায় অবস্থানরত বীমা কোম্পানিতে নিয়োজিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একই দিন দুপুরে কচুয়া বাজারের করিমউদ্দিন প্লাজার তৃতীয় তলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কচুয়ার অফিসে জিএম মোঃ সোলাইমান মিয়াজীর সভাপতিত্বে দিবসটি উদ্যাপন উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও আল বারাকাহ ইসলামী বীমার ৩৫ জন গ্রাহকের মাঝে ৩২ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।