রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে পৈত্রিক সম্পত্তিতে নিরাপত্তাহীনতায় আদালতে মামলা
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। এ নিয়ে থানা ও বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট মহলের কাছে প্রতিকার প্রার্থনা করেছেন তিনি। ঘটনা এ উপজেলার ১৫নং রূপসা ইউনিয়নের রুস্তমপুর গ্রামে।

ভুক্তভোগী শেখ ফরিদ দাবি করেছেন, তার বাবা জয়নাল আবদীন ও মাতা ফাতেমা বেগম হাল ১৬৫নং রুস্তমপুর মৌজায় কয়েকটি দাগের অন্দরে খরিদ সূত্রে প্রায় ৪৮ শতাংশ সম্পত্তির মালিক। প্রায় পাঁচ বছর পূর্বে জয়নাল আবদীন মৃত্যুবরণ করেন। সমুদয় সম্পত্তিতে শেখ ফরিদ তার ভাই ও মাকে নিয়ে ভোগ দখলে রয়েছেন। তিনি বলেন, সম্প্রতি পার্শ্ববর্তী আবুল কাশেম (৪৫), নুরুল আমিন (৫৮) ও লোকমান আমিন গং শেখ ফরিদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ করছেন। ওই সম্পত্তিতে ও দাগের অন্দরে কোনো প্রকার মালিকানা না থাকা সত্ত্বেও তারা জমিতে প্রবেশ ও বেআইনি কার্যক্রম করছেন। প্রতিপক্ষগণের সঙ্গে পিতা ও মাতার সূত্রে আত্মীয়তার বন্ধনও নেই। তা সত্ত্বেও প্রতিপক্ষগণ তার সম্পত্তি দখল করার চেষ্টা করছেন ও নানা সময়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন।

সরেজমিন দেখা যায়, বিরোধপূর্ণ সম্পত্তির একাংশে নিজ মালিকানা দাবি করে সাইনবোর্ড ঝুলিয়েছেন শেখ ফরিদ। এর আগে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১১৯৫, তারিখ : ২৭-০৩-২০২০ খ্রিঃ) ও বিজ্ঞ আদালতে দরখাস্ত মামলা (নং ১১১৮/২০২১, ১৪৫ ধারা) করেছেন।

শেখ ফরিদ বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই, সংশ্লিষ্ট মহলের কাছে সুবিচার প্রার্থনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়