প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা দিবস উপলক্ষে নারায়ণপুর ডিগ্রি কলেজ জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে অনুষ্ঠান পালন করেছে। এর মধ্যে ছিল ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, দোয়া ও মোনাজাত।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ শাহিদ খালেদ প্রধান শামসু, মোঃ জাহাঙ্গীর আলম খন্দকার, মোঃ রাসেল প্রধান, মোঃ গোলাম রাব্বানী, কলেজের আজীবন দাতা সদস্য আমেরিকা প্রবাসী মোঃ সোলায়মান প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি নাসরিন জাহান, মোঃ সাইফুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ভুঁইয়াসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হক।