রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সাঁতারু আব্দুল মালেকের মৃত্যুবার্ষিকী পালন করে না জেলা ক্রীড়া সংস্থা!
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

মহান স্বাধীনতা যুদ্ধের জন্যে অর্থ সংগ্রহকারী, চাঁদপুরের কৃতী সন্তান, চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের বাসিন্দা, ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মরহুম আবদুল মালেকের ৩৯তম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল ১৭ ফেব্রুয়ারি। ১৯৮৩ সালের এই দিনে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সেখান থেকে তাঁর মরদেহ চাঁদপুরে এনে সমাহিত করা হয়। নিজ বাড়িতে চির নিদ্রায় শায়িত আছেন মরহুম আবদুল মালেক। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি তরপুরচন্ডী মিজি বাড়িতে পারিবারিকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মরহুমের ছোট ভাই আরেক খ্যাতিমান সাঁতারু অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা একেএম বাদশা মিয়া জানিয়েছেন, প্রতিবছরই তাঁর বড় ভাইয়ের জন্যে পারিবারিকভাবে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া এই ক্রীড়াবিদকে স্মরণ করার জন্যে কাউকেই খুঁজে পাওয়া যায় না। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মত শক্তিশালী সংস্থা থাকলেও এবং চাঁদপুর স্টেডিয়ামে তাদের প্রথম প্যাভিলিয়ন ‘মালেক ক্রীড়া ভবন’ নামে থাকলেও তাঁর জন্য তাদের ন্যূনতম আয়োজন থাকে না।

উল্লেখ্য, চাঁদপুরের এই কৃতী সন্তান সাঁতারু মরহুম আবদুল মালেক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহু পুরস্কারে ভূষিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়