রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০

গ্রামের স্কুলে পড়েও বিশ্বজয় সম্ভব
ইয়াসিন আলী

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেরা বক্তা চাঁপাইনবাবগঞ্জের মোঃ ইয়াসিন আলী নিজ গ্রামে ফিরেছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) গ্রামে ফেরার পর তাকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান আলীনগর উচ্চ বিদ্যালয় ও কলেজ। এদিন দুপুরে বিদ্যালয়ের অধ্যক্ষের কক্ষে ইয়াসিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোঃ মাসুম, আলীনগর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ এবং ইয়াসিনের পরিবারের সকল সদস্যে। তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন শিক্ষকবৃন্দ। পরে সার্ক থেকে দেয়া আলীনগর উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি পুরস্কার অধ্যক্ষের হাতে তুলে দেন ইয়াসিন আলী। এসময় সংক্ষিপ্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে আবেগে আপ্লুত হন আলীনগর উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ইয়াসিন আলীর বাবা-মা।

‘করোনা এবং বঙ্গবন্ধু প্রতিভা’ শীর্ষক প্রতিযোগিতায় এই কৃতিত্ব অর্জন করে ইয়াসিন। সার্কভুক্ত ৮টি দেশের মধ্যে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন দশম শ্রেণীর ছাত্র ইয়াসিন। বিজ্ঞান বিভাগের ছাত্র ইয়াসিন আলীকে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

গত ২৩ জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লীর সার্ক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ইয়াসিন আলীর হাতে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার তুলে দেয়া হয়। সার্কভুক্ত ৮ দেশের প্রত্যেক দেশ থেকে ৩ জন করে মোট ২৪ জন প্রতিযোগী নেয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা ও ভূটানের দুইজন প্রতিযোগীর করোনা পজিটিভ হওয়ার কারণে দুইজন অংশ নিতে পারেননি। তাই এই প্রতিযোগিতায় ৮ দেশের ২২ জন শিক্ষার্থী অংশ নেয়।

গ্রামে ফিরে নিজের অনুভূতি জানিয়েছেন ইয়াসিন আলী। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এ আনন্দ-অনুভূতির কথা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিভিন্ন মানসিক চাপ নিয়ে ভারতে গেলেও ফিরেছি জয়ের উল্লাস নিয়ে। প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করতে পেরে আমি ধন্য ও কৃতজ্ঞ। যারা আমার প্রতি আস্থা রেখেছেন চিরকৃতজ্ঞ থাকব তাদের প্রতি। এ সাফল্য দেশের প্রতি আরো বেশি দায়িত্ববোধ বাড়িয়ে দেবে। গ্রামের স্কুলে পড়েও বিশ্বজয় করা যায় আমিই তার প্রমাণ।

ইয়াসিন আলী বলেন, আমার চেয়েও অনেক প্রতিভাবান ছেলে-মেয়ে রয়েছে। তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না। তাদেরকে সেই সুযোগ করে দিতে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ ভূমিকা রাখতে হবে স্কুল শিক্ষক ও অভিভাবকদের। একটু সুযোগ পেলেই তারা তাদেরকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হবে। প্রমাণ করতে পারবে, পাকিস্তানিরা আমাদের মেধাশূন্য করতে পারেনি।

এ সাফল্যের মূলমন্ত্র কী, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রামাঞ্চলে প্রতিকূলতার শেষ নেই। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন মনোবলের। শত বাধা থাকলেও হতাশ না হয়ে নিজের লক্ষ্যে অটুট থাকলে সফলতা সম্ভব। তবে বাবা-মা ও পরিবারের সমর্থন ছাড়া কোনো বড় সাফল্য নিয়ে আসা সম্ভব নয়। প্রয়োজন শিক্ষকদের সহায়তা। যার সবগুলো উপাদানই আমার পক্ষে ছিল। পরিবার আমাকে দারুণ অনুপ্রেরণা দিয়েছে। বিশেষ করে বড় বোন, খালা-ফুফুদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সার্কের সেরা বক্তা ইয়াসিন আলীর স্বপ্ন একজন বিচারক হওয়ার। এ বিষয়ে তিনি বলেন, জীবনে কখনো আদালতের মুখোমুখি হইনি। তবে এলাকার মানুষের কাছে বিচার না পাওয়ায় ও এখানে নানা অনিয়ম-দুর্নীতির কথা শুনেছি। সেই থেকে বিচারক হওয়ার স্বপ্ন। ইনশাআল্লাহ, নিজের স্বপ্ন পূরণ করে দেশের সাধারণ খেটে-খাওয়া অসহায় মানুষের জন্য ন্যায় বিচার উপহার দিতে পারব।

ভাইয়ের এই সাফল্যের অংশীদার ইয়াসিনের বোনেরাও। মেজবোন আসমা খাতুন দিবা জানান, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভারতে সার্কের প্রতিযোগিতায় যাওয়াকেই আমরা অনেক বড় করে দেখেছি। কারণ এমন কোনো আঞ্চলিক প্রতিযোগিতায় আমাদের এলাকা থেকে সে-ই প্রথম। প্রতিযোগিতায় বেস্ট স্পিকারের পুরস্কার আমাদের কাছে অবিশ্বাস্য ও বিশেষ কিছু। তার জন্য আমরা সবাই অনেক আনন্দিত ও গর্বিত। বড় বোন হিসেবে সবসময় চেষ্টা করেছি তাকে সঠিক গাইডলাইন দেয়ার। সে এই গাইডলাইন অনুসরণ করে সকলের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে।

বাবা আনোয়ারুল ইসলাম ছেলের সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে কেঁদে ফেললেন। তিনি জানান, ছেলেকে সঠিকভাবে আর্থিক সহায়তা করতে পারি না। তারপরেও নানা বাধা-বিপত্তি পেরিয়ে সে এতোবড় অর্জন করতে পেরেছে। আশা করি, তার এই ধারাবাহিকতা বজায় রাখবে।

আলীনগর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল আওয়াল জানান, কথায় আছে, একজন ভালো খেলোয়াড় কয়েকজন রাষ্ট্রদূতের সমান কাজ করে। বিশ্বের দরবারে নিজের দেশকে তুলে ধরে। বর্তমান সময়েও আমরা অনেক খেলোয়াড়দের কল্যাণে তাদের দেশকে চিনতে পারি। তেমনি বাংলাদেশকে সার্কের ৮টি দেশের মধ্যে নতুনভাবে পরিচিত করিয়েছে আমাদের ছাত্র ইয়াসিন আলী। তার এ সাফল্যে আমার শিক্ষা প্রতিষ্ঠানের অন্যরাও আগ্রহী হবে। পড়াশোনার বাইরে বিভিন্ন কারিকুলামের প্রতি এখন থেকে আরো বেশি গুরুত্ব বাড়বে।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোঃ মাসুম বলেন, পুরো ইউনিয়নবাসী তার জন্য গর্বিত ও আনন্দিত। এজন্য আলাদাভাবে ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে। তবে খেয়াল রাখতে হবে, তার সাফল্যের যেন ধারাবাহিকতা বজায় থাকে। সে শুধু বাংলাদেশ নয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা, গোমস্তাপুর উপজেলা, তথা আলীনগর ইউনিয়নের জন্য সুনাম বয়ে এনেছে।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মুঠোফোনে জানান, গোমস্তাপুর উপজেলার শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করে। কিন্তু ইয়াসিন আলী আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেয়েছে। এ সাফল্য দেখে এখানকার অন্যান্য ছাত্র-ছাত্রী উৎসাহিত হবে। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ও সামনের দিকে এগিয়ে যেতে তার পাশে রয়েছে উপজেলা প্রশাসন।

গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের মোঃ আনোয়ারুল ইসলাম ও মোসাঃ নাহার বানু বিউটির ৩ মেয়ে ও এক ছেলের ছোট সন্তান ইয়াসিন আলী। জানা যায়, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় পারদর্শী ইয়াসিন। নিজ স্কুলের সব প্রতিযোগিতাতেই শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় মেধাবী ছাত্র ইয়াসিন। দেশের গ-ি পেরিয়ে ৮ দেশের প্রতিযোগীদের মধ্যে ইয়াসিনের এই সাফল্যে খুশি তার পরিবার, সহপাঠী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়