রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০০:০০

ইতালিতে একদিনে আক্রান্ত ছাড়ালো ২ লাখ, মৃত্যু ১৯৮
অনলাইন ডেস্ক

ইতালিতে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার আবারও বেড়েছে। গত সপ্তাহ থেকে করোনা ক্রমাগত বেড়েই চলছে। বৃহস্পতিবার (৬ জানুযারি) একদিনে ২ লাখ ১৯ হাজার ৪৪১ জন আক্রান্ত হয়েছেন। এ সময় করোনায় ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এদিন ১১ লাখ ৩৮ হাজার ৩১৩ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগে বুধবার (৫ জানুয়ারি) দেশটিতে নতুন করে আক্রান্ত হয় ১ লাখ ৮৯ হাজার ১০৯ জন এবং মারা যান ২৩১, যা কয়েক দিনের তুলনায় বেশি। ২০২১ সালের শেষের দিকে থেকেই করোনা বাড়তে থাকে দেশটিতে। বছরের শেষদিন ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন আক্রান্ত হয় ও মারা যান ১৫৫ জন।

একই সঙ্গে নতুন বছরের প্রথম দিন ১ লাখ ৪১ হাজার ২৬২ জন নতুন করে আক্রান্ত হয়। এদিনে ১১১ জন মারা যান।

এদিকে সবকিছু স্বাভাবিকভাবে চললেও বাড়তি সতর্কতা বাড়ানো হয়েছে। এর মধ্যে এফএফপি২ মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ফ্লাইটসহ বিভিন্ন যানবাহনে। জানা গেছে, এফএফপি২ মাস্ক ছাড়া অনেক যাত্রীকে বিমানে উঠতে দেয়নি বিমান কর্তৃপক্ষ।

দেশটির সরকার বরাবর দেশের অর্থনীতি ও জনগণের খাদ্য, কর্ম নিশ্চিতে যথাযথ চেষ্টা করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বুস্টার দেয়া অব্যাহত রয়েছে। কোনো কোনো বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারীদের কাজের সময় পরিবর্তন করে দুইভাগে বিভক্ত করা হয়েছে। যাতে করোনার প্রভাবে প্রতিষ্ঠান বন্ধ হয়ে না যায়। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়