প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
স্বাগতম;
বাংলাদেশ, তোমায় স্বাগতম।
স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে,
বাংলাদেশ, তোমায় স্বাগতম।
দেখতে দেখতে স্বাধীনতার ৫০ বছর হয়ে গেলো।
তবুও যেনো, সবুজ ঘাসের মাঠের বুক থেকে
এখনো বীর বাঙালিদের রক্তের দাগ মোছেনি।
এখনো যেনো,
ভাইহারা বোনের, বাবাহারা মেয়ের,
স্বামীহারা স্ত্রীর, সন্তানহারা মায়ের
কান্নার আহাজারি থামেনি!
চোখ বুঁজলে এখনো যেনো ভেসে ওঠে
সেই নির্মম দৃশ্য,
কতো মা-বোনের সম্ভ্রম কেড়ে
করে দিয়েছিলো নিঃস্ব।
মায়ের কোলে দুুগ্ধপান করে ঘুমিয়ে থাকা
নিষ্পাপ ছোট্ট শিশুটিও ছাড় পায়নি সেদিন!
ছাড় পায়নি-
প্রসব যন্ত্রণায় অকাতরে কাতরানো
সেই মায়েরও জীবন!
রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়া হায়নার দলেরা
ছাড় দেয়নি কাউকেই!
নরপশু হায়নার দলেরা-
মুছে দিতে চেয়েছিলো সোনার বাংলার নাম।
কিন্তু পেরেছে কি তবুও রুখতে মোদের?
নাহ্! পারেনি তো!
পারেনি ছিনিয়ে নিতে নাম
আমার সোনার বাংলাদেশের।
ত্রিশ লক্ষ প্রাণের আত্মত্যাগে আঁকা হলো
‘লাল-সবুজের পতাকা’
ত্রিশ লক্ষ প্রাণের তাজা রক্তে লিখা হলো
আমাদের এই ‘স্বাধীনতা’।
দেখতে দেখতে স্বাধীনতার ৫০ বছর হয়ে গেলো।
স্বাগতম;
বাংলাদেশ, তোমায় স্বাগতম।
স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে,
বাংলাদেশ, তোমায় স্বাগতম।
তাদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা,
যাদের জন্যে পেয়েছি সোনার বাংলা,
পেয়েছি আগুন ধরা-রক্ত ঝরা স্বাধীনতা।
ইতিহাসের পাতায় চির স্বর্ণাক্ষরে
তোমাদেরই নাম লিখা,
বীর বাঙালি,
লক্ষ-কোটি সালাম তোমাদের,
বীর মুক্তিযোদ্ধা
দেখতে দেখতে স্বাধীনতার ৫০ বছর হয়ে গেলো।
বিন¤্র শ্রদ্ধা;
বীর মুক্তিযোদ্ধা, তোমাদের বিন¤্র শ্রদ্ধা।
স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে,
বীর মুক্তিযোদ্ধা, তোমাদের বিন¤্র শ্রদ্ধা।
স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে-
স্বাগতম;
বাংলাদেশ, তোমায় স্বাগতম।
স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে,
বাংলাদেশ, তোমায় স্বাগতম।