প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
করোনাভাইরাসের যতো ডোজ টিকার দরকার বাংলাদেশকে তা ভারত সরবরাহ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭ ডিসেম্বর মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ভারত (বাংলাদেশকে) আরও ৫ মিলিয়ন টিকা দেবে। এগুলো কী চুক্তির কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছেতো চুক্তিই এটা।
যা লাগে সব দেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশের এ ব্যাপারে দুর্ভাবনার কারণ নেই। বাংলাদেশের যত ডোজ (টিকা) দরকার ভারত তা সরবরাহ করবে। সূত্র : ঢাকা পোস্ট।