প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের পাশ ভেঙ্গে পড়ছে। এতে করে বিশাল জনগোষ্ঠীকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হবে। সরজমিনে গিয়ে দেখা যায়, সিআইপি বেড়িবাঁধ সংলগ্ন স্থান হতে হামিদ খানের বাড়ি পর্যন্ত প্রায় ৩শ’ ফুট সড়কের পাশ ভেঙ্গে ঝিলে পড়ে যাচ্ছে। এভাবে ভেঙ্গে পড়লে যে কোনো সময় যোগাযোগ বন্ধ হয়ে যাবে। জানা যায়, সড়ক পাকাকরণের সময় সড়কের পাশ পাইলিং না করায় এমন অবস্থা হয়েছে। সড়কে পাশ পাইলিং না করলে যে কোনো সময় সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
এ ব্যাপারে মুসলিম খান, স্বপন মিজি, বিল্লাল পাটোয়ারী, ইউনুস খান, অজিউল্যাহ, হোসেন খান ও শাহজাহান খান জানান, সড়ক পাকাকরণের সময় পাশে পাইলিং করলে সড়কের পাশ ভেঙ্গে পড়তো না। সড়কের প্রায় ৩শ’ ফুট পাশ ভেঙ্গে যাচ্ছে। সড়ক ভেঙ্গে গিয়ে এলাকার বাসিন্দাদের চলাচল বন্ধ হয়ে যাবে।