প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
আসছে ২৩ ডিসেম্বর হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর পযর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা কার্যক্রম চলমান রয়েছে। গতকাল রোববার চেয়ারম্যান পদে আরো ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন উপজেলার বাকিলা, বড়কুল পূর্ব ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ এবং হাটিলা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী খন্দকার জসিম উদ্দিন মনোনয়পত্র দাখিল করেন। গতকাল রোববার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের ৮ম দিনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৩ জন ও পুরুষ সাধারণ সদস্য পদে ৪৩০জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১৯জন সংরক্ষিত নারী সদস্য ও ৪০জন সাধারণ সদস্য পুরুষ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এদিন (রোববার) বাকিলা ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অহিদুজ্জামান পাটওয়ারী, ইব্রাহিম খান রনি, বড়কুল পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাফেজ মোঃ আবুল কাশেম, ইমাম হোসেন, নূর হোসেন, মোঃ হুমায়ুন ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারগাঁও, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান, হাজীগঞ্জ সদর, হাটিলা পূর্ব ও হাটিলা পশ্চিম ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান এবং বাকিলা ও বড়কুল পশ্চিম ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জুলফিকার আলী।
২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।