বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

২০০৩ সালের এইদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবদলের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

২০০৯ সালের এইদিনে চাঁদপুর সদরের বড় শাহতলী গ্রামের গাজী বাড়িতে সালমা আক্তার (২২) নামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে স্বামী মাসুদ হত্যা করে। পুলিশ ঘাতক মাসুদকে আটক করে।

২০১০ সালের এইদিনে মতলব বাজারের ওয়ার্কসপ ব্যবসায়ী আনোয়ার হোসেন কবিরাজ (৪০)কে জোরপূর্বক মুখে বিষ ঢেলে হত্যা করা হয়।

২০১৪ সালের এইদিনে মতলব উত্তরের নাউরী গ্রামের লায়লা বেগমের (৮০) লাশ ময়না তদন্তের জন্যে ৪৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়।

২০১৬ সালের এইদিনে মতলব উত্তরের আলী আহাম্মদ মিয়া মহাবিদ্যালয় মাঠে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম।

২০১৭ সালের এইদিনে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্র্যান্ডিং ও ই-সার্ভিস বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআইয়ের ই-সার্ভিস পরিচালক ড. মোঃ আঃ মান্নান।

২০১৮ সালের এইদিনে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নে ইউপি সদস্য জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশের সাথে জেলেদের সংঘর্ষ ও বিপুল পরিমাণ মা ইলিশ জব্দের ঘটনায় পুলিশ বাদী হয়ে জাহাঙ্গীর মেম্বারকে প্রধান আসামী করে ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

২০১৯ সালের এইদিনে চাঁদপুরের মেঘনা নদীতে জাহিদণ্ড৪ লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যুবক মিলন (৩০)-এর মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়