প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৪৫
মতলব উত্তরে ইয়াবাসহ গ্রেফতার ১
মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে বিল্লাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) রাতে দুর্গাপুর ইউনিয়নের অলিপুর বাজার সংলগ্ন নিজের বসতঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. বিল্লাল হোসেন আলীপুর গ্রামের মো. মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, মতলব উত্তর থানার এসআই মো. জাফর আহমেদ, এএসআই মো. রবিউল সঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিল্লাল হোসেনকে ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিল্লাল হোসেনকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।