প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:০৫
জেলা প্রশাসককে চাঁদপুর ক্লাবের আহ্বায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা
পদাধিকার বলে চাঁদপুর ক্লাবের আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) ৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। সদস্যরা হলেন : পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সুভাষ চন্দ্র রায়, ডা. মোবারক হোসেন চৌধুরী, শেখ মনির হোসেন বাবুল, ডা. মিজানুর রহমান খান, মো. মোশারফ হোসাইন ও অ্যাড. মো. নুরুল আমিন খান (আকাশ)।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নেতৃবৃন্দ তাঁকে এ ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্যরা।
চাঁদপুর জেলাধীন চাঁদপুর ক্লাব শতবর্ষী সময় ধরে অভিজাত ক্লাব হিসেবে বিবেচিত। এই ক্লাব শত বছরের ঐতিহ্যকে ধারণ করে ক্লাবের সদস্যদের বিনোদন, পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃজন, আস্থা অর্জন, প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়তে বিশেষ ভূমিকা রেখে আসছে। চাঁদপুর ক্লাবের ধারাবাহিক উন্নয়ন কর্মসূচিকে ত্বরান্বিত করার লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।