প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের শহর আলী মোড়ে গ্রামীণ ফোনের টাওয়ারের কাজ উদ্বোধন করেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপ্রতি (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন প্রধানীয়া। শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হুমায়ুন প্রধানীয়া বলেন, চাঁদপুর জেলার দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিলো শহর আলী মোড়ে একটি টাওয়ার নির্মাণ করার। আল্লাহর অশেষ রহমতে আজ সেই কাক্সিক্ষত দাবি পূরণ হতে যাচ্ছে। এজন্যে গ্রামীণ ফোন কোম্পানির সকলকে ধন্যবাদ জানাই। যারা টাওয়ারের জন্যে বিনামূল্যে জমি দিয়েছেন বিশেষ করে শুক্কুর আলী, দেলোয়ারসহ এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানাই। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ছেলে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ছবর আলী চৌকিদার, জমিদাতা বিশিষ্ট সমাজসেবক শুক্কুর আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সায়েদ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মামুন বেপারী, মিজান প্রধানীয়া, মনির প্রধানীয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাশেম চৌকিদার, ছাত্রলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দোয়া ও মিলাদের মাধ্যমে টাওয়ারের কাজ উদ্বোধন করা হয়।