প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০
ছারছীনা পীর ছাহেবের সুস্থতা কামনায় চাঁদপুরে জমইয়াতে হিযবুল্লাহর দোয়া মাহফিল
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাদ্দা জিল্লুহুল আলী) গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর বড়ো ছেলে মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন। সে আলোকে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার মাসিক তালীমী জলছায় পীর ছাহেবের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার দোয়া মোনাজাত করেন।
মাহফিলে সংগঠনের শহর শাখার সভাপতি মুফতি জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।