মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি, ২০২৪) নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। দিনের শুরুতে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের নেতৃত্বে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউটস সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছাত্র-শিক্ষক মিলনায়তনে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত রচনা, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শহিদ দিবসের চেতনা তুলে ধরে বিশেষ আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান। মোনাজাতে হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সুস্বাস্থ্য কামনা এবং সরকারের সাফল্য কামনা করে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়