প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শেরপুরের পাকুড়িয়া জাকের মঞ্জিলের উদ্দেশ্যে জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহব্ুুবুর রহমানের নেত্বত্বে চাঁদপুরের জাকের পার্টি অংশ নিয়েছে।
রোববার রাতে চাঁদপুর শহরের হাসান আলী স্কুলের সামনে থেকে পাকুড়িয়ার উদ্দেশ্যে বাস কাফেলা রওয়ানা করে। এ কাফেলায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক জাকেরান অংশ নেয়।
কাজী মাহবুবুর রহমান জানান, শুক্রবার থেকে বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (রহঃ)-এর জন্মস্থান পাকুড়িয়ায় ওরস শুরু হয়। মঙ্গলবার ভোরে ফজর নামাজ শেষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে শনিবার রাতে পুরাণবাজার এলাকা থেকে জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের খালেক ঢালী ও নান্টু হাওলাদের নেতৃত্বে পাকুড়িয়ার উদ্দেশ্যে জাকেরানদের নিয়ে রওয়ানা করে আরেকটি বাস কাফেলা।