প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
পুরাণবাজার পানগোল্লা এলাকায় কাঠ বাজার ব্যবসায়ীদের আয়োজনে কেরাম প্রতিযোগিতা-২০২২-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পানগোল্লায় আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী।
কেরাম প্রতিযোগিতার আহ্বায়ক আনোয়ার হোসেন মাঝির সভাপতিত্বে প্রতিযোগিতা উদ্বোধন করেন সাবেক ক্রিকেটার ও এভিপি (হেড অব ব্রাঞ্চ, ব্যাংক এশিয়া চাঁদপুর) সঞ্জয় দাস সুমন।
কেরাম প্রতিযোগিতার সদস্য সচিব ও সাবেক ফুটবলার বোরহান খান এবং সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক ও ক্রীড়ামোদী অধ্যাপক হারুনুর রশিদ, জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর হোসেন গাজী, সাবেক ফুটবলার গোবিন্দ সাহা, সাবেক ক্রিকেটার হারু ঘোষ, সাবেক ফুটবলার নাছির মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, খেলোয়াড়, স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। টুর্নামেন্টে দ্বৈত ২৮টি দল অংশগ্রহণ করে।