প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় অমর একুশে ফেব্রুয়ারিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নেয় উপজেলা প্রশাসন।
শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের নেতৃত্বে উপজেলা পরিষদ, ইউএনও গাজী শরিফুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশ, সাংবাদিকবৃন্দ, উপজেলা যুবলীগ, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, ছেঙ্গারচর পৌর যুবলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ, ছেঙ্গারচর পৌরসভা, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা কৃষকলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন। এছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।