শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

শহীদ রাজুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন
বাদল মজুমদার ॥

’৯০-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জিয়াউর রহমান রাজুর ৩১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল ৩ ডিসেম্বর শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ রাজুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাসের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক, শহীদ রাজু স্মৃতি সংসদ ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ একে একে শহীদ রাজুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। তারপর মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ মোঃ হেলাল হোসেন, সাধারণ সম্পাদক ও শহীদ রাজু স্মৃতি সংসদের সহ-সভাপতি ফেরদৌস মোর্শেদ জুয়েল, শহীদ রাজুর ভাই ও শহীদ রাজু স্মৃতি সংসদের সভাপতি অ্যাডঃ মোঃ আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিঝি ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর পূর্বে ’৯০-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাবেক ছাত্রনেতাদের নিয়ে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা চিত্রলেখা মোড়ে নির্মিত শহীদ রাজু চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়