প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের জব্বার প্রধানীয়া বাড়িতে অগ্নিকা-ের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। ২ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই অসহায় পরিবারকে ৫টি কম্বল, শুকনো খাবার এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষি কাজে সহায়তা হিসেবে সরিষার বীজসহ অন্য কৃষি সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে নগদ টাকা ও ঢেউটিন প্রদান করা হবে। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হবে।
উল্লেখ্য, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের জব্বার প্রধানীয়া বাড়িতে গত ৩০ নভেম্বর অগ্নিকাণ্ডে এ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।