প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
মতলব উত্তরে স্বাস্থ্যবিধি মেনে দর্শক-নন্দিত জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেনের স্ত্রী মরহুমা ওমেদা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৬ জুন মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মোঃ দ্বীন ইসলামের উদ্যোগে দেওয়ান আব্দুল করিম মাস্টার হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মাইটিভির ব্যবস্থাপনা পরিচালক ও মাইটিভির চেয়ারম্যানের মা মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা দেওয়ান আবুল হাসান। দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য মুসল্লি, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।