প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
সারাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ৭দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিনে হাইমচর উপজেলা ও থানা প্রশাসন রয়েছেন কঠোর অবস্থানে। মাস্কবিহীন পথচারী ও বিভিন্ন দোকান খুলে রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
৫ জুলাই ২০২১ সোমবার সকাল থেকে হাইমচর উপজেলা সদরের আলগী বাজার, জনতা বাজার, রায়ের বাজার, চৌধুরী বাজার, আনন্দ বাজার ও ঢেলের বাজারসহ বিভিন্ন স্থানে উপজেলা ও থানা প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। এতে মাস্কবিহীন পথচারীদের বিভিন্ন ধারায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে উপজেলার নয়ানী গ্রামে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানাসহ সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য সচেতন করা হয় আগত মেহমান ও সর্বসাধারণকে। এছাড়াও অন্যান্য স্থানে বাকি ৭ মামলায় ২ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিগ্যান চাকমা সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ মেনে চলুন। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অযথা বাইরে ঘোরাফেরা পরিহার করে ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। কারণ, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সাল, থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লাসহ অন্যরা।