প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ না মানায় হাজীগঞ্জে ৭ মামলায় ৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাজীগঞ্জ বাজারসহ পৌরসভাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কঠোর লকডাউনের বিধিনিষেধ না মানা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় ৭ মামলায় ৭ জনকে নগদ ৬ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।
কঠোর লকডাউন চলাকালে এই ভ্রাম্যমাণ আদালত চলমান রাখা হবে উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার চাঁদপুর কণ্ঠকে জানান, করোনার এই মহামারিতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।