প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে শরীফ হোসেন দিপু (২৫) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৪ নভেম্বর বুধবার স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে বিকেলে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করে। পেশায় একজন অটোবাইক চালক শরীফ হোসেন দিপু ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালী গ্রামের দুলাল বেপারীর ছেলে।
জানা গেছে, শরীফ হোসেন দিপু প্রতিদিনই অটোরিকশা চালিয়ে বাড়িতে আসতেন। কিন্তু মঙ্গলবার রাতে বাড়িতে আসেনি। পরদিন বুধবার তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি জারুল গাছে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিশকাটালি গ্রামে যুবকের ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে লাশ উদ্ধার করেছি। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।