বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০০:০০

চরভৈরবী ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত করতে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার বিকেলে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের আমতলী বাজার সংলগ্ন মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন সাগর।

সম্মেলন শুভ উদ্বোধন করেন হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি। প্রধান বক্তা হিসেবে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন পাটওয়ারী ও বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান আখন বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুব আলম জিতু হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ভুট্টো, জি এম ফজলুর রহমান আকাশ, মোঃ সোলাইমান মিয়া, শরীফ হাওলাদার প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, তৃণমূলের নেতা-কর্মীরাই বিএনপির শক্তি। তাই দলকে সুশৃঙ্খল ও সংগঠিত করতেই ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করা হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের ভোটেই নেতা নির্বাচিত হচ্ছেন।

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তারা আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের ভোটে নয়, নিশিরাতে গায়েবী ভোটে ক্ষমতায় এসেছেন। এভাবেই বাকশালী কায়দায় দেশ পরিচালনা করতে চায়। কিন্তু তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। অচিরেই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাঝি, মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মিয়াজি, ২নং আলগী উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন মিয়া, দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির লিটন, ৬নং চরভৈরবী ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর রাঢ়ী, সাধারণ সম্পাদক রাকিব রাঢ়ী, ২নং ওয়ার্ড সভাপতি হারিছ মোল্লা, সাধারণ সম্পাদক আল আমিন, ৩নং ওয়ার্ড সভাপতি মহসিন হাওলাদার, সাধারণ সম্পাদক বুল বুল মাল, ৪নং ওয়ার্ড সভাপতি বিল্লাল খান, সাধারণ সম্পাদক সুমন মল্লিক, ৫নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক জমাদার, ৬নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর দেওয়ান, সাধারণ সম্পাদক জাকির বেপারী, ৭নং ওয়ার্ড সভাপতি আলমগীর প্রধানীয়া, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ, ৮নং ওয়ার্ড সভাপতি মাইনুদ্দিন মাঝি, সাধারণ সম্পাদক বিল্লাল সর্দার, ৯নং ওয়ার্ড সভাপতি হানিফ চৌকিদার, সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়