প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০০:০০
রোকনুজ্জামান অয়ন হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার পর আর কোনো পরীক্ষা দেয়া হয়নি তার। করোনার কারণে ৬ষ্ঠ শ্রেণীর ৩টি পরীক্ষা আর ৭ম শ্রেণীর ২টি পরীক্ষা দেয়া হয়নি অয়নের মতো দেশের সকল মাধ্যমিক শিক্ষার্থীদের। মঙ্গলবার থেকে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে।
প্রায় দুই বছর পর শুরু হওয়া পরীক্ষায় অনেক শিক্ষার্থী পরীক্ষা কী তা বুঝে উঠতে পারছেনা। রোল নম্বর অনুযায়ী রুম খুঁজে পেতে অনেক শিক্ষার্থীকে বেগ পেতে হয়েছে। ওয়েমার্কের শীট পূরণ করতে অনেককে শিক্ষকের সহায়তা নিতে দেখা গেছে।