প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে অনুষ্ঠিত আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯-এর সেমি-ফাইনালে উঠেছে ফরিদগঞ্জ থানা কাবাডি দল।
২৩ নভেম্বর (মঙ্গলবার) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুনামেন্ট উদ্বোধনী দিনের ২য় ম্যাচে কচুয়া থানা ও ফরিদগঞ্জ থানা মধ্যকার ম্যাচের বিরতির আগে কচুয়া ১৮-১১ শেষ হলেও খেলার বিরতির পর ঘুরে দাঁড়ায় ফরিদগঞ্জের খেলোয়াড়রা। অবশেষে ২৭-২৪ পয়েন্টে কচুয়া থানা দলকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় ফরিদগঞ্জ থানা দল। আজ ২৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায় শাহরাস্তি থানা দলের বিপক্ষে সেমি-ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ফরিদগঞ্জের যুবারা।
খেলোয়াড়দের এমন সাফল্যে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের পক্ষ থেকে সেমি-ফাইনালে জন্য শুভ কামনা ও অভিনন্দন জানানো হয়েছে।