বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে শুরু হচ্ছে লবী রহমান কুকিং ফাউন্ডেশন স্টার লাইন পিঠা প্রতিযোগিতা
প্রেস বিজ্ঞপ্তি ॥

হেমন্তে দেশজুড়ে শুরু হয়েছে লবী রহমান কুকিং ফাউন্ডেশন স্টার লাইন পিঠা প্রতিযোগিতা। শীতের উষ্ণ আমেজে আতিথেয়তায় পিঠার স্বাদে মেতে উঠুন। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করে আগামী ৩ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলবে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে চূড়ান্ত প্রতিযোগিতার শেষ হবে। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো : মেহেরপুর, গোপালগঞ্জ, যশোর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা।

স্টার লাইন ফুড প্রোডাক্ট লিঃ এবং লবী রহমান কুকিং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। আগ্রহী পিঠাপ্রেমী ও অংশগ্রহণকারীগণ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে লবী রহমান কুকিং ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তানিয়া ইশতিয়াক খান (০১৭৩৬৮৬০৫৬৮), যুগ্ম সম্পাদক নীলা রহমান (০১৯৭৫১৭৪৬৬১) ও কোষাধ্যক্ষ তানিজিলা রহমান (০১৯৪০৪৬৭০৬৯)-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন লবী রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলার সভাপতি শারমিন আক্তার জুঁই ।

উল্লেখ্য, প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩০ জন প্রতিযোগী অংশ নিতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়