প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০
২১ নভেম্বর রোববার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর ক্যাম্পাসে বার্ষিক মিলাদ ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমানের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির গভর্নিং বডির সদস্য মোঃ জাফর ইকবাল খান। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির কো-অর্ডিনেটর মোঃ রুবেল খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম।
বিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থী মোঃ রাশেদুজ্জামান এবং ফাতেমী সুষমের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ জাফর ইকবাল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের সহকারী উপাধ্যক্ষ মোঃ ফয়সাল আহমেদ ফরাজী এবং আল-আমিন তালুকদার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার চক্রবর্তী, বিদায় অনুষ্ঠানের আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মুরাদ হোসেন, সমন্বয়ক বাংলা বিভাগের প্রভাষক নাজমুন নাহার এবং ইব্রাহিম খলিল হেলাল। বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা, পরামর্শ এবং পরীক্ষার নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মুশফিকুর রহিম, জান্নাতুল ফেরদৌস ইকরা এবং ফাহমিদা লতিফ স্বর্ণা। একাদশ শ্রেণীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেজাবিন সুলতানা এবং ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর-এর প্রভাষকবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে মানবিক বিভাগের শিক্ষার্থী আমেনা আক্তার, গীতা পাঠ করে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী অতনু সাহা। শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিহা জামান। মানপত্র পাঠ শেষে পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র অধ্যক্ষের হাতে তুলে দেয়া হয়। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমান শিক্ষার্থীদের আগামী দিনগুলোর শুভকামনা জানান এবং অনুষ্ঠানটি সাফল্যম-িত করায় সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।