বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০

কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং থেকে সবাইকে দূরে থাকতে হবে
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ শাহতলী জিলানী চিশতী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বিদায় শব্দটি একদিকে আনন্দের এবং অন্যদিকে দুঃখের। কারণ প্রতিষ্ঠান ও শিক্ষকদের ছেড়ে চলে যেতে হচ্ছে। জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্যে চেষ্টা অব্যাহত রাখতে হবে। সাফল্যের জন্যে চেষ্টা ও মেহনত করতে হবে। নিজেকে গড়ে তোলার এখনই সময়। প্রতিযোগিতার যুগে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়তে পরিশ্রম, সততা ও নিষ্ঠার বিকল্প নেই। সততার চর্চা জীবনে সর্বক্ষেত্রে অব্যাহত রাখবে। ব্যক্তিজীবন, শিক্ষাজীবন ও কর্মজীবনে সকল ক্ষেত্রে সৎ থাকতে হবে।

তিনি বলেন, কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং থেকে সবাইকে দূরে থাকতে হবে। আজকে এ শপথ করবো, জীবনে কোনোদিন মাদক গ্রহণ করবো না এবং পরিবার পরিজনকে মাদকমুক্ত রাখার চেষ্টা করবো। বাল্যবিবাহ রোধ করতে হবে। আমরা সকলে শিক্ষকদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। তোমরা মোবাইলে আসক্ত হবে না। সঠিক জ্ঞান অর্জন করে দেশের কল্যাণে কাজ করতে হবে।

কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী বলেন, আজকের দিনটি পরীক্ষার্থীদের জন্যে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ। করোনার ১৮ মাস প্রতিষ্ঠান বন্ধ থাকার পর মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের কারণে অটোপাস না দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, এটি ভালো উদ্যোগ। এজন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নিকট কৃতজ্ঞ।

অনুষ্ঠানে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এবং প্রভাষক মোঃ জহিরুল ইসলম খান মুরাদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ।

বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, ফারজানা আক্তার, মোঃ জিয়াউর রহমান, মোঃ হানিফ মিয়া, মোঃ মানিক মিয়া ও মোঃ শাহাদাত হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোঃ হারুন-অর রশিদ, উর্মি জাহান তৃষা, আছমা আক্তার, মানবিক বিভাগের পরীক্ষার্থী মোঃ ফরহাদ হোসেন ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী হামিদা আক্তার।

উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, আলেয়া চৌধুরী, মোঃ গোলাম সারওয়ার, শামীমা আক্তার, প্রভাষক নূরুন্নাহার বেগম মুক্তা, মোঃ হাবিবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ মনজুরুল আলম পাটওয়ারী, মনোয়ারা খাতুন, সহকারী লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, কলেজের অভিভাববক সদস্য ও সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি, কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজীসহ অন্যরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসাইন। কোরআন তেলাওয়াত করেন এইচএসসি পরীক্ষার্থী মোঃ ফরহাদ হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়