বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ
বিশেষ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সনাতন ধর্মের শিক্ষার্থীদের গরুর মাংসের বিরিয়ানি খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। তবে এটি ইচ্ছাকৃত হয়েছে না ভুলবশত হয়েছে তা হয়ত তদন্তে বেরিয়ে আসবে। আর আয়োজনটিও করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, গত ১১ নভেম্বর বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে গরু ও মুরগি দিয়ে দুই ধরনের বিরিয়ানির ব্যবস্থা ছিলো। তবে বিতরণকালে শিক্ষার্থীরা তা আলাদা না করে এক করে ফেলে। তাতে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদেরও গরুর মাংসের বিরিয়ানি দেয়া হয়। না বুঝে কয়েকজন হিন্দু শিক্ষার্থী তাৎক্ষণিক গরুর মাংসের বিরিয়ানি খেয়ে ফেলে। আবার যারা বুঝতে পেরেছে তারা ওই প্যাকেট ফেরত দেয়।

বিষয়টি কয়েকজন হিন্দু শিক্ষার্থী প্রধান শিক্ষককে জানালে তিনি তাদেরকে সন্তোষমূলক জবাব দেননি বলে জানা গেছে।

হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীরা বিতরণের সময় ভুল করতেই পারে। কিন্তু প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের কাছ থেকে আমরা এর সুষ্ঠু সমাধান আশা করেছিলাম।

প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল গতকাল সোমবার এ সংবাদদাতাকে বলেন, ঘটনার ৪ দিন পর একজন শিক্ষার্থী আমার কাছে এসে ওই বিষয়ে জানালে আমি শান্ত্বনাস্বরূপ তাকে বলেছি, ভুলে যখন গরুর মাংসের বিরিয়ানি খেয়েই ফেলেছো, এখন করার কী আছে। আমার এই বক্তব্যে কী অপরাধ হয়েছে তা আমার বোধগম্য নয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ঘটনার জন্য স্কুলের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে প্রধান শিক্ষকের বিচার চেয়ে ঘটনার ১০ দিন পর ফরিদগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন চন্দ্র মজুমদার এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্মা ও সাধারণ সম্পাদক লিটুন কুমার দাসের যৌথ স্বাক্ষরে গত রোববার জেলা প্রশাসক ও ফরিদগঞ্জের ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউএনও শিউলী হরি এ প্রতিনিধিকে বলেন, আমি ছুটিতে ছিলাম। আমার হাতে উক্ত বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল বলেন, ঘটনাটি আমি এলাকার সংসদ সদস্য মোঃ শফিকুর রহমানকে জানিয়েছি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়