বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২২ নভেম্বর সোমবার সকাল ১০টায় চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের ২য় তলায় ব্যাংকের করিডোরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গ্রাহকদের কেক খাওয়ান ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের এসএবিটি মোঃ আব্দুল কাদের। এ সময় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ আলী জিন্নাহ ও মোঃ আফজাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল প্রমুখ।

এর আগে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকের সাফল্য এবং গ্রাহকদের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা মোঃ ইব্রাহীম।

উল্লেখ্য, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড হচ্ছে বাংলাদেশের একটি শরীআহ ভিত্তিক পরিচালিত বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৯৫ সালের ২২ নভেম্বর ‘সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড’ নামে যাত্রা শুরু করে। পরে এটির নাম পরিবর্তন করে বর্তমান নাম ‘সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’ রাখা হয়। বর্তমানে এ ব্যাংকের মোট ১৬৯টি শাখা, ৯৫টি উপশাখা এবং ১৯৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়