শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০

সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘অদম্য’ দেখার সুযোগ পেলো চাঁদপুরের দর্শনার্থীরা
স্টাফ রিপোর্টার ॥

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘অদম্য’ দেখার সুযোগ পেলো দর্শনার্থীরা। রোববার ২১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর বিআইডব্লিটিএর পুরাতন লঞ্চ টার্মিনালে যুদ্ধ জাহাজটি প্রদর্শিত হয়েছে।

যুদ্ধ জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মুজাহিদুর রহমান সুফির নেতৃত্বে ১৯ নভেম্বর জাহাজটি চাঁদপুরে আাসে। রোববার ২১ নভেম্বর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তবে সোমবার ২২ নভেম্বর জাহাজটি চাঁদপুর থেকে ছেড়ে পূর্বের গন্তব্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নৌবাহিনীর তথ্য সূত্রে জানা যায়, ‘অদম্য’ জাহাজের দৈর্ঘ্য ৫০ মিটার, প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার। এই জাহাজটির গতি ঘন্টায় ২১ নটিক্যাল মাইল। জাহাজটির দুটি ৩৭ মিঃমিঃ মাঝারি জাহাজ ও বিমান বিধ্বংসী কামান, দুটি ২০ মিঃ মিঃ বিমান বিধ্বংসী কামান রয়েছে।

জাহাজটিতে ৫০ জন নাবিক এবং ৩ জন অফিসার রয়েছেন। ‘অদম্য’ জাহাজে সাব মিশাইল গান, এন্টি এয়ারক্রাফ্ট গানসহ বেশ কিছু অস্ত্র রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনী দিবসের নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। সে সুবাদে রোববার (২১ নভেম্বর) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চাঁদপুর ও নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়