প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
কচুয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাহবুব হোসেন (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কচুয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তরুণ কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার মোড়াগাঁও বড়বাড়ির আলমগীর হোসেনের ছেলে মোঃ মাহবুব হোসেনের দেহ তল্লাশি করে ২০ পিচ ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। রোববার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাহবুব হোসেনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।