প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা সদরের ম্যাক্সি স্ট্যান্ডে টেস্টি হাট কমিউনিটি সেন্টারে গত ১৩ নভেম্বর শনিবার সকালে একটি হাফিজিয়া মাদরাসা স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেন জমিদাতা আলহাজ্ব এমএ মতিন প্রধানিয়া। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মতলব দারুল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আলাউদ্দিন মিয়া। আলহাজ্ব এমএ মতিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মোজাম্মেল হক প্রধান, লায়ন সুরুজ দেওয়ান, মতলব প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, কাউন্সিলর আনিসুর রহমান আনু, মোহাম্মদ আলমগীর কবির, জাহাঙ্গীর দেওয়ান, ডিএম আলাউদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত সকলের ঐকমত্যের ভিত্তিতে নতুন মাদরাসাটির নামকরণ করা হয় ‘রিয়াজুল জান্নাত নুরানী হাফিজিয়া মাদরাসা’। এ সময় উপস্থিত অনেকেই মাদরাসায় অনুদান প্রদানের ঘোষণা দেন।