প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
কচুয়ায় সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও স্বাস্থ্যবিধি না মানায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জনগণকে সচেতন করে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে না আসার আহ্বান জানান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতে কচুয়া পৌরবাজার, পালগিরি, রহিমানগর, জগতপুর ও মাসনিগাছা এলাকার কতিপয় ব্যবসায়ী সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও স্বাস্থ্যবিধি না মানায় ২১ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেন। কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহীন, সাংবাদিক, বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।